• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
সদরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই-ভাইয়ের গাছপালা কেটে নেয়ার অভিযোগ

ছবি:- সদরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই-ভাইয়ের গাছপালা কেটে নেয়ার একাংশ-

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের পৈত্রিক সম্পতি নিয়ে ভাই-ভাই বিরোধের জের ধরে হারম্নন শিকদার, মোশাররফ, আবুল বক্কর ও রিপন শিকদারের নেতৃতে একদল দুষ্কৃতিকারিরা আবুল বসার শিকদারের লাগানো মূল্যমান প্রায় লক্ষাধিক টাকার গাছপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আবুল বসার শিকদার অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার আমি বাড়িতে না থাকায় আমার ভাই-ভাতিজার নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে আমার বসত ভিটার মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। আমার পিতা জীবিত থাকা অবস্থায় উক্ত জমি আমাকে ভোগ দখল বুঝিয়ে দেয় এবং  আমি প্রায় ৩৫ বছর যাবৎ বসবাস করে আসছি। অন্য ভাইদেরও ভাগ-বাটরা করে অন্যত্র ভোগ দখল বুঝিয়ে দেয়।

৬৫নং পূর্ব আমিরাবাদ মৌজার আর, এস ২২১১নং খতিয়ানে বর্তমান বি, এস জরিপে-এ  ৪৩৩৫,৪৩৩৬ ও ৪৩৩৭ দাগ  মোট ৬৫ শতাংশ জমি ১/১ খতিয়ানে বাংলাদেশ সরকারে পক্ষে রেকর্ড হয়। বর্তমানে আমি জানতে পারি উক্ত জমি কেসমূলে উহা মোঃ হারুন অর রশিদ, মোশাররফ হোসেন এবং সিকান্দার শিকদারের নামে নামজারি হয়। প্রকৃত পক্ষে উক্ত জমি আমার পিতার ওয়ারিশ সূত্রে আমি ভোগ দখলে আছি। উক্ত জমির নামজারি বাতিলের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করি। এব্যাপারে মোশাররফ শিকদারের সাথে কথা হলে তিনি বলেন, উক্ত জমি আমার পিতা আমাকে দলিল মূলে সাব কবলা করে দেয়। উক্ত জমিতে মাটি ভরাটের জন্য কিছু গাছপালা কেটেছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।