টাঙ্গাইলে ‘আইজিপি’র পক্ষে ত্রাণ বিতরণ
টাঙ্গাইলের ভূঞাপুরে ‘আইজিপি’ বেনজীর আহমেদ এর পক্ষ থেকে পানিবন্দি অসহায়-হতদরিদ্র ২’শ ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ।
গতকাল (২৫ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মীর মনির, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ জনাব মো. রাশিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এতে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ টি শাড়ী, ১ টি লুঙ্গি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১ লিটার তেল ও ১ টি সাবান ছিল।