• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার করলো পুলিশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তি পরিত্যক্ত অবস্হায় উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড়ের ঝোঁপঝাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত- গত ২৩ নভেম্বর গভীর রাতে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ থেকে চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

মূর্তি উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড় থেকে পরিত্যক্ত অবস্হায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতনামা আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকি মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।