মাদকের সাম্রাজ্য কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব অভিযান চালিয়ে ৪ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে। আজ সোমবার দুপুর ১২ টায় র্যাব -১২ অভিযান চালিয়ে মথুরাপুর পুলিশ ক্যাম্পের ১৫০ গজের মধ্যে খাস মথুরাপুর হাইস্কুল মার্কেটের গেট থেকে ৪ বস্তা ফেন্সিডিল উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছোট ছোট ৪ টি বস্তায় করে ফেন্সিডিল গুলো রাখা ছিলো। এর আগে গত ১৩ জুলাই দৌলতপুর থানার সামনে থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ফনি ইয়াবা সহ গ্রেফতার হয়। ক্রেতা সেজে র্যাব ৬ এর সদস্যরা ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় আসে এবং ফনিকে ৪০৮ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় দৌলতপুরে মাদকের রমরমা অবস্থা দীর্ঘদিনের। বিএনপি সরকারের সময় এক চেটিয়া মাদক ব্যবসা ছিলো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মাদক বিক্রি কমে আসতে থাকে। কিন্তু সম্প্রতি সময়ে মাদক ব্যবসার ধরণ পরিবর্তন হয়েছে। থানা ও পুলিশ ক্যাম্প এলাকায় মাদকের ব্যবসা হচ্ছে। সবমিলিয়ে স্থানীয়রা বলছেন, দৌলতপুরে মাদক ব্যবসার ধরণ পরিবর্তন হয়েছে। পাল্টে গেছে অপরাধ চিত্র।