আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মায়ের ইন্তেকাল
কবির হোসেন,আলফাডাঙ্গা, ফরিদপুর ,ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম শহীদের মাতা রমিছা বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নাহি ………বাজিউন)। রবিবার সন্ধ্যয় ৬টা ২০ মিনিটে জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সোমবার বেলা ১১টায় কুচিয়াগ্রাম ঈদগাহ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে তাকে কুচিয়াগ্রাম কবরস্থানে দাফন করা হবে।