বকশীগঞ্জ(জামালপুর):প্রতিনিধিঃ জামালপুর জেলার (আসন ১) বকশীগঞ্জে ও দেওয়ানগঞ্জ উপজেলা অসহায় মানুষদের পাশে দাড়ালেন সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত।করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া কর্মহীনদের মাঝে ২৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় খাদ্য সামগ্রী তার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অর্থায়নে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ৭৬০ টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকায় কর্মহীন অসহায়দের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল হালিম মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।