• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
নগরকান্দা’য় দুটি সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন লাবু চৌধুরী এমপি

নিজস্ব প্রতিনিধি:ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী কর্তৃক নগরকান্দার দুটো স্থানের সড়ক উদ্বোধন করা হয়েছে।

এছাড়া দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করা হয়েছে। চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে রবিবার বেলা সাড়ে বারোটায় উপজেলার চাঁদহাট থেকে হরিরহাট, নিখরহাটি থেকে রামেরচর পযন্ত সড়কের শুভ উদ্বোধন এবং চরযশোরদী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক
মোঃ আবু আব্দুল্লাহ খানের বাড়িতে নগরকান্দার চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি, বিশেষ অতিথি নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।

এসময় অন্যদেন মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরী, চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার
,সাবেক চেয়ারম্যান অহিদুল বারী আলম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনগণের সরকার। নগরকান্দায় আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দলকে সুসংগঠিত রাখতে চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

২৭ আগস্ট ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।