সৈয়দ তারেক মোহাম্মাদ আব্দুল্লাহ্
—————————————–
ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভা বাজারে আজ সোমবার ২৭ শে এপ্রিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য এবং খুচরা ও পাইকারি বাজারে আদা’র দাম বেশি রাখার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
আদালত সুত্রে জানা যায়, বোয়ালমারী পৌর কাঁচাবাজারের আদা’র পাইকারি ব্যবসায়ী হান্নান, লিয়াকত ও শিবু প্রসাদ কে ভোক্তা সংরক্ষন অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩ জনকে ৮০০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ,
পবিত্র রমজান মাস উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে, ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল রাখতে অনুরোধ করেন।
এছাড়াও তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন-
বাজার তদারকির অভিযান অব্যাহত থাকবে এবং অভিযোগ পাওয়া গেলে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সমস্থ আদা ব্যবসায়ীদের ১৫০ টাকার বেশি দামে আদা বিক্রি করলে আইনের আওতায় আনা হবে বলে জানান।