• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নিরঞ্জন মিত্র (নিরু):( ফরিদপুর জেলা প্রতিনিধি)” নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে এই সর্ব প্রথমবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন উপলক্ষে শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মীনাক্ষী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশার্রফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মাশউদা হোসেন, জেলা রোভার স্কাউটস সম্পাদক জহিরুল ইসলাম, এফ ডিএ নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও পরিসংখ্যান মহিলা রেজিস্ট্রেশন বৃন্দ।

উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২০ অক্টোবরকে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ হিসেবে ঘোষণায় সিদ্ধান্ত হয়, পাঁচ বছর পর পর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে এ দিবস পালন করবে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় পাঁচ বছর অন্তর বাংলাদেশে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২০’ পর্যন্ত পালিত হয়ে আসছে।

বিবিএস সূত্রে জানিয়েছে, দিবসটি উপলক্ষে সারাদেশে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় ভাবে পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৮ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাস করা হয়। এ আইনের ভিত্তিতে পরিসংখ্যান ব্যবস্থাপনা উন্নয়নে আমূল পরিবর্তন আসে। এ দিবসটির স্মরণেই প্রতিবছর জাতীয় পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথক দিনে এবার প্রথমবারের মতো জাতীয় দিবস পালনের মাধ্যমে এক বছরে দুই বার পরিসংখ্যান দিবস পালিত হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।