জুন ২৭-২০২০
মোঃ চাঁদ আলী,কুষ্টিয়া প্রতিনিধি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এখন কানাডায়। সম্প্রতি তিনি কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে কানাডায় ছুটে যান একান্তই পরিবারের টানে। কানাডায় থাকেন মিসেস হানিফসহ তার আদরের সন্তানেরা। দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা হানিফের এই পারিবারিক সম্মিলনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টা করছেন কেউ কেউ। কিন্তু কেনো? সাংবাদিকতার অনুসন্ধানী চোখ দিয়ে কেউ যদি এ বিষয়ে খোজখবর নিয়ে প্রশ্ন তুলতে চান হানিফ কিভাবে কানাডায় এলেন? আশা করি নিশ্চয়ই এর জবাব তারা পেয়ে গেছেন। কানাডার মতো উন্নত রাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেম এতো দুর্বল নয় যে বাংলাদেশের একজন নাগরিক অস্বচ্ছতা ও অব্যাবস্থাপনার মধ্যেই বিমান বন্দর পাড়ি দিলেন? তাহলে সাংসদ হানিফের কানাডা সফর নিয়ে অহেতুক যারা প্রশ্ন তুলতে চান তাদের উদ্দেশ্যে নিয়েও প্রশ্ন রয়েছে। নয় কী? দীর্ঘ সময় পরিবারের সদস্যদের না দেখার ব্যাকুলতা থেকে কোন বাবা যদি তার আদরের সন্তানদের সান্নিধ্য পেতে অস্থির ছুটে যান রক্তের টানে কিংবা কোন দায়িত্বশীল স্বামী ছুটে যান প্রিয়তমা স্ত্রীর কাছে তা নিয়ে কী সভ্য মানুষ কোন প্রশ্ন তুলতে পারেন
? নাকি ব্যাক্তি হানিফ নয় উদ্দেশ্যে অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ কোনটি? পৃথিবীর কোন রাজনৈতিক অভিধানে কী লেখা আছে যে যারা রাজনীতি করবেন তারা পারিবারিক দায়িত্ব পালনে বিরত থাকবেন? নেভার। ইট’স এ্যাবসার্ড। যে কোন সচেতন মানুষেরই সহজ, সরল উপলব্ধি, একজন রাজনীতিবদ যেভাবে রাষ্ট্র ও সমাজের প্রতি তার দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করেন একইভাবে তিনি কোন অজুহাত কিংবা বিরুপ পরিস্থিতিতেও পরিবারের প্রতি দায়িত্ব এড়াতে পারেন না। আওয়ামী লীগ নেতা হানিফ সেই কাজটি করেছেন মাত্র। এ নিয়ে প্রশ্ন তোলার সূযোগ নেই। আরও সহজ, সমীকরণে যদি বলি, করোনাকালে হানিফ কী তার নির্বাচনী এলাকায় দায়িত্ব এড়িয়েছেন? আমার জানামতে, কেবল নিজ নির্বাচনী এলাকা নয়, পুরো কুষ্টিয়ার মানুষের খোজ রেখেছেন তিনি। দলের পক্ষে নিবেদিত ছিলেন সারা দেশে। আওয়ামী লীগের যে কোন চ্যালেন্জ যাত্রায় গত এক দশকে হানিফ রাজপথে আপোষহীন, সংগ্রামী, সাহসী ভুমিকা রেখেছেন। তিনি এখন দলীয় কর্মীদের প্রাণের নেতা। শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক সহচর। তাই হয়তো হানিফকে নিয়ে প্রতিপক্ষের এতো জ্বালা? আর মায়ের থেকে মাসীর দরদ বেশি শুনে আসছি সেই শৈশব থেকে? সাংসদ হানিফ কী দলকে প্রতিপক্ষের আগ্রাসী আক্রমণের মুখে ঠেলে দিয়ে কানাডায় পাড়ি জমালেন? তিনি কী দলকে বিপদে রেখে ছুটে গেছেন কানাডায়? নিশ্চয়ই না। হানিফ সাহেব কী রাজনৈতিক অপরাধী, মানি লন্ডারিংয়ের মামলায় অভিযুক্ত আসামী? তার কী বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা? এক কথায় উত্তর না। তাহলে আমার বীনিত জিজ্ঞাসা, হানিফ সাহেবের বিদেশ সফর নিয়ে কেনো এতো আলোচনা- সমালোচনা? (বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দেশবরেণ্য সাংবাদিক নেতা শাবান মাহমুদ যিনি করোনা আক্রান্ত অবস্থায় আইসোলোশন থেকে প্রাণের টানে আজ তাঁর ফেসবুক ওয়ালে এটি পোস্ট করেছেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক নেতা)।