এম এ আহমেদ আরমান, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃপ্রশাসনের পক্ষ থেকে বার বার সতর্ক করার পরও দোকানে মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ৬ দোকানদারকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭এপ্রিল) বাজার মনিটরিং এর সময় হাটহাজারী পৌরসভা এবং ইছাপুর বাজারে বিভিন্ন মুদি দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন সাংবাদিকদের জানান,প্রায় দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ৬ দোকানদারকে জরিমানা করা হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, প্রতিটি দোকানেই দ্রব্যমূল্য তালিকা টাঙ্গানো নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং পবিত্র মাহে রমজানের সুযোগকে কাজে লাগিয়ে যাতে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।