ফরিদপুরে প্রদর্শনী ফুটবল ম্যাচে ওয়ারলেস পাড়া একাদশের জয়লাভ
ফরিদপুরে প্রদর্শনী ফুটবল ম্যাচে ওয়ারলেস পাড়া একাদশ জয়লাভ করেছে।
ফরিদপুর শহরের মহিম স্কুলের মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত প্রদর্শনী ফুটবল ম্যাচে ওয়ারলেস পাড়া একাদশ ২/১ গোলের ব্যবধানে সিংপাড়া একাদশকে পরাজিত করে।
উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ওয়ারলেস পাড়া একাদশের খেলোয়ার আনিস দুই গোল করলে প্রথমার্ধে ২/০ ব্যবধানে এগিয়ে যায় ওয়ারলেস পাড়া! এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই অনেকগুলি গোলের সুযোগ মিস করে। খেলা শেষ হবার ২ মিনিট আগে সিংপাড়া দলের পক্ষে একটি গোল পরিশোধ করে পানু। ফলে ২/১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে ওয়ারলেস পাড়া।