রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগে।
সোমবার স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকোনুজ্জামন রেন্টু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানার নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অপরদিকে, বাদ আসর বাঘা উপজেলার মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।