পুঠিয়াতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ
রাজশাহীর পুঠিয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, খেলাধুলা সামগ্রী এবং প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এগুলো বিতরণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ। এ সময় উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এডিপি’র অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, ফুটবল, ক্রিকেটের ব্যাট, টিফিস বক্স এবং প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা।