মাহবুব পিয়াল, ২৭ নভেম্বর, ফরিদপুর।
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদীপুর উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত পুরাতন ভবন ও দুইটি টিন সেড ঘর প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সকলের উপস্হিতিতে বিদ্যালয় প্রাঙ্গনে স্বচ্ছতা ও উন্মুক্ত ডাকের মাধ্যমে বিদ্যালয়ের এ ঘর গুলো বিক্রি করা হয়।
সাদীপুর উচ্চ বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক তালুকদার এর সভাপতিত্বে নিলাম ডাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। এ সময় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ওমর ফারুক ডাবলু, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাদী, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তারউজ্জামান বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার শীল, স্হানীয় ইউপি সদস্য মোঃ জিন্নাত আলী, আব্দুর রাজ্জাক, শিমা আক্তার, এখলাস খালাসী। সদস্য ফারহাদ হোসেন মৃধা এবং নিলাম ক্রয়-বিক্রয় কমিটির আহব্বায়ক মোঃ মনিরুজ্জামান মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। প্রকাশ্য নিলামে বিদ্যলয়ের একটি পরিত্যাক্ত পুরাতন ভবন (১ কক্ষ বিশিষ্ট), একটি টিন সেড পাকা ঘর (চারিদিকে ওয়াল) ও একটি টিন সেড পাকা ঘর (নিচে পাকা) বিক্রয় করা হয়। এই প্রকাশ্য নিলামে ২০ ব্যবসায়ী অংশ নেন। তদের উপস্হিতিতে ২ লক্ষ ৪০ হাজার টাকায় সর্বোচ্চ নিলামের ডাক ওঠে। ব্যবসায়ী সোহরাব শেখ সর্বোচ্চ ২ লকৃষ ৪০ হাজার টাকা ডাক তোলেন। পরে তার নিকটই নিলাম বিক্রয় করা হয়।