ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী সামিয়া আক্তার (২০) এর হঠাৎ প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে জেলা সদরে নেওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি সড়কের খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই প্রসূতি সামিয়া আক্তারের মৃত্যু হয় এবং সাথে থাকা স্বামী বিল্লাল মিয়া সহ আরো ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত সামিয়া আক্তার পার্শ্ববর্তী ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের মৃত আবু কালাম মাতুব্বরের ছোট মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।