• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
খানসামায় দুই ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিলেন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে দুই ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে ধরার পর পুলিশের হাতে সোপর্দ করেছে উপজেলা ছাত্রলীগের নবগঠিত নেতাকর্মীরা।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার পাকেরহাট বাজার এলাকার হাসহাটিতে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকৃত দুই ইয়াবা ব্যবসায়ী পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে সিদ্ধার্থ কুমার (২২) ও একই এলাকার রঞ্জিত কুমার রায়ের ছেলে দীপঙ্কর  রায় (২১) কে আটক করে পুলিশ।

খানসামা উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান ও আবু হেনা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই দুজন ছেলে ইয়াবা নিয়ে পাকেরহাটে অবস্থান করছে। কৌশলে দুজন ইয়াবা ব্যবসায়ীকে আমরা ইয়াবাসহ হাতেনাতে আটক করি। পরে তাদের কাছে আটককৃত ইয়াবাসহ খানসামা থানা পুলিশের হাতে সোপর্দ করি।

ছাত্রলীগ নেতারা বলেন, ‘আমরা চাই খানসামা থানা মাদকমুক্ত থাকবে। খানসামা উপজেলায় কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। ছাত্রলীগের কোন নেতাকর্মীও যদি মাদকের সাথে জড়িতের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। খানসামা উপজেলার ছাত্রলীগের ইতিহাসে এটাই হয়ত প্রথম কোন ঘটনা, যেখানে ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে ধরিয়ে দেয়া হলো। আমরা প্রশাসনকে এবিষয়ে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে মাদকমুক্ত খানসামা গড়ে তুলব।”

এ বিষয়ে খানসামা থানার এসআই মোতাহার হোসেন বলেন, “ছাত্রলীগের নবগঠিত কমিটির কয়েকজন নেতা আমাদের খবর দেয় তারা দুজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে। খবর পেয়ে আমরা এসে আনুমানিক ১০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করি। ছাত্রলীগ ও সাধারণ মানুষরা এভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ ও জাতিকে মাদকমুক্ত করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।”

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।