মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সালথা বাজালরে প্রকাশ্যে বেচা-কেনার সময় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এসআই উত্তম কুমার উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সালথা বাজারে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, বর্ষা মৌসুম এলেই এক শ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে নদী-নালা, খাল-বিল এবং নিচু জমির পানি থেকে ডিমে পেট ভরা মা মাছ ধরতে মেতে উঠেন। এতে দেশীয় মাছগুলো বড় হওয়ার আগেই মারা পড়ে যাচ্ছে। তাই দেশীয় মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৭ সেপ্টেম্বর ২০২৪