• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
সদরপুরে মোবাইল দোকানে চুরি, পুলিশের অভিযানে ৩ চোরসহ ১৭মোবাইল উদ্ধার

ছবিঃ চুরি হওয়া মোবাইল দোকান পরিদর্শনকালে এএসপি গাজী রবিউল ইসলাম।

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর বাজারের মেইনরোড এলাকায় অবস্থিত মোবাইল গ্যালারী নামের একটি গত ১৮ই সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে দোকানে চুরি হয়।

পরে মোবাইল দোকানের মালিক মোঃ জুয়েল হাসান বাদী হয়ে সদরপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এরপর চোরের সন্ধানে অভিযানে নামে সদরপুর থানা পুলিশের দল।
অভিযানের ৮দিনের মাথায় আজ রোববার পুলিশের চৌকসদল রাজবাড়ি জেলার দৌলতদিয়া এলাকা থেকে মোবাইল ট্যাংকিং এর মাধ্যমে তিন চোর এবং ১৭টি মোবাইল উদ্ধার করেছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদরপুর-ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম আজ রোববার বিকেল সাড়ে ৫টায় চুরি হওয়া দোকান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযানে চোরসহ ১৭টি মোবাইল ও চোরদের ব্যবহৃত একটি প্রাইভেট জব্দ করা হয়েছে। আশাকরি পুরো অভিযানে সফল হবে পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, অফিসার ইনচার্জ সদরপুর সৈয়দ লুৎফর রহমান।
পুলিশের অভিযানে চোরদের দু্রত সময়ে আটকের ফলে সদরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ বাজারের ব্যবসায়ীরা ধন্যবাদ জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।