ফরিদপুরে শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি গঠন, সাজ্জাদ সভাপতি, উৎপল সরকার সচিব
ফরিদপুর জেলার ষ্টেশন রোডের নিজস্ব কার্যালয়ে গত শুক্রবার বাদ জুম্মা শহীদ স্মৃতি সংরক্ষন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ওই দিন এক সম্মেলনের মাধ্যমে সাজ্জাদুল হক সাজ্জাদকে আহবায়ক ও বাবু উৎপল সরকার সাগরকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে নূর মোহাম্মদ, সৈয়দ হাসানুজ্জামান ও জাকারিয়া মাতুব্বরকে যুগ্ন আহবায়ক করে শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি গঠন করা হয়েছে ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির আহবায়ক দিব্যেন্দু দ্বীপ ও কন্দ্রীয় কমিটির সদস্য শেখ দিদারুজ্জামান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন ও রক্ষা করা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের হত্যা যজ্ঞের ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা নিয়ে অত্র কমিটি এগিয়ে যাবে বলে সম্মেলনে বক্তারা মতামত পেশ করেন।