মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি।
হেফাজত ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের হেফাজত নেতাকর্মীদের উপরে পুলিশি আক্রমণ এবং ১২ জন নেতাকর্মী নিহতের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এর আয়োজন করে ফরিদপুর জেলা শাখা।
সভায় হেফাজত ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি শাহ মোহাম্মদ আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান , যুগ্ম সম্পাদক মাওলানা ইসমাইল প্রমূখ।
সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা করেন একই সাথে তারা এ ব্যাপারে সরকারের সমালোচনা করেন।
এর আগে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এলে সমাবেশটি অনুষ্ঠিত হয়।