ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল অরোহী কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরেক কিশোর।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার জনতা হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটর সাইকেল আরোহীর নাম মো. সানি (১৪)। সে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা এলাকার মোল্লাবাড়ি সড়কের বিহারী কলনীতে অবস্থিত মো. হালিমের ছেলে। আহত কিশোরের নাম মো. জিয়া (১৫)। সে একই এলাকার মো. হালিম মিয়ার ছেলে। জিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ওই দুই কিশোর একটি নম্বর বিহীন মোটরসাইকেলে করে মুন্সিবাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে পিছনের দিক থেকে আসা একটি মাহেন্দ্র মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। সুত্র ঃ শীর্ষ বার্তা