• ঢাকা
  • শুক্রবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,
কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ সভাপতি ও ফরিদপুর -১ আসেনের সাবেক সাংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা দেন তিনি।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার হাবিবের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নেয়ামত হোসেন পারভেজের পরিচালনায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাশারুল বারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্য, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, সৈয়দ লিটন, মো. ডালিম, মো. আরব আলী প্রমুখসহ দলীয় নেতাকর্মীরা ।

উপজেলা যুবদলের নেতাকর্মীরা জানান,
এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতেছি। দেশব্যাপী একইভাবে আমাদের এ কর্মসূচি চলমান। বিএনপি হচ্ছে গণমানুষের দল তাই আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি।

কবীর হোসেন
০১৭১৬ ৪৫ ৫৮৩৬
তাং ২৭ অক্টোবর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।