অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে সংসদ উপনেতার শোক
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২০ (রবিবার)
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
সংসদ উপনেতা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাজেদা চৌধুরী বলেন, “মাহবুবে আলম এদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার প্রত্যয়ে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি।