সালথায় সাংবাদিক শরিফুলের পিতার ইন্তেকাল
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ফরিদপুরের সালথা প্রতিনিধি শরিফুল হাসানের পিতা আব্দুর রাজ্জাক মোল্যা (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে সালথা উপজেলার খলিশাডুবী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ এশা মরহুমের জানাজার নামাজ শেষে নিধিপুট্টি গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যাসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।