ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের পল্লিতে নৈশ্যকালীন ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ টুর্ণামেন্ট শুরু হয়। দিবাগত রাত ১২ দিকে টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ টুর্ণামেন্টের আয়োজন করা হয় ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী গ্রামের একটি মাঠে।
স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড (এসডাব্লিউএফ) নামে একটি সংগঠন এ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এটি ছিল এ সংগঠনের ১৫ তম আয়োজন।
এ টূর্ণামেন্ট চারটি দল অংশগ্রহণ করে। দুই মুক্তিযোদ্ধা সংগঠক ও দুই শহীদ মুক্তিযোদ্ধার নামে দলগুলির নামাকরণ করা হয়। বৃহত্তর ফরিদপুরের মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা, মুক্তিযোদ্ধা সংগঠক শামসুদ্দীন মোল্লা, শহীদ মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন নৌফেল এবং শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খাঁন( বীর প্রতীক) এর নামে দলগুলোর নামকরণ করা হয়।
টূর্ণামেন্টে মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। রাত ১২ টায় খেলা শেষ হয়। টূর্ণামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনালে মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা দল শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খাঁন (বীর প্রতীক) দলকে ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা দল ১২ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭ রান করে। দলটির পক্ষে আবু রায়হান সর্বোচ্চ ১৫ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খাঁন (বীর প্রতীক) দল ১১.৪ ওভারে ৪৫ রানে অল আউট হয়ে যায়। মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা দলের আবু রায়হান সর্বাধিক ২ উইকেট নেন।
টূর্ণামেন্টে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন আবু রায়হান। সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান ( ৪৭ রান এবং ৫ উইকেট) । চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন, ফরিদপুর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. বজলুল রশীদ খান । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক পান্না বালা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী, মুবিন ফিশারিজের সত্বাধীকারী ফজলে রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দীন খান।