শফিকুল খান জনি,নগরকান্দা, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে গেলো মুরগীর খামার। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে মধ্য কাইচাইল গ্রামের সানোয়ার মিয়ার মুরগীর খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে দেড় হাজার মুরগীসহ অন্যান্য সরঞ্জামাদী ভস্মীভূত হয়।
খামারের মালিক সানোয়ার মিয়া জানান, তিনটি এনজিও থেকে ঋণ নিয়ে মুরগীর খামার শুরু করি। প্রতিদিনের মতো রাত ১০টায় মুরগীর খাবার দিয়ে খামারের দরজা বন্ধ করে বাড়ীতে যাই। রাত দেড়টার দিকে হঠাৎ প্রতিবেশীদের শোর চিৎকারে খামারে যাই। ততক্ষনে আমার খামারের সব পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে খামারের মালিক সানোয়ার মিয়া নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।
থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।