সরকারের বিধি-নিষেধ থাকলেও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সিএনজি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নিষেধ অমান্য করে প্রতি স্ট্যান্ডে সিএনজিপ্রতি ২০টাকা করে চাঁদা তোলা হচ্ছে। কথিত মালিক সমিতির পক্ষ থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন সিএনজি চালক জানান, শেখপাড়া থেকে কুষ্টিয়া সিএনজি নিয়ে যেতে হলে কথিত মালিক সমিতির লোকদেরকে
১০০টাকা দিতে হয়। শেখপাড়া বাসস্ট্যান্ডে ২০টাকা, লক্ষীপুরে ২০টাকা,বিত্তিপাড়া ২০টাকা, চৌড়হাস অথবা সাদ্দাম বাজারে ২০টাকা, মজমপুর
২০টাকা।
তিনি আরও জানান, এই সড়কে প্রতিদিন তিন চাকার সিএনজি গাড়ি চলে ৫০ থেকে ৫৫টি এবং চার চাকার পিক-আপ চলে ২৫টি। এই চাঁদা না দিতে চাইলে সেই চালককে মারপিট করা হয়।
চাঁদা আদায়কারী একজন জানান, মহাসড়কে টাকা তোলা সম্পূর্ণ নিষেধ। আজ থেকে ২০/২৫ দিন আগে সিএনজি ও পিক-আপ গাড়ির মালিকরা
বিত্তিপাড়া পানের হাটে আলোচনা করে সিরিয়াল মেনটেনের জন্য কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া, লক্ষীপুর, বিত্তিপাড়া,ভাদালিয়া, চৌড়হাস, মজমপুর প্রতিচালকের নিকট চাদা তোলা হয়।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ বলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের নির্দেশে মহাসড়কের কোথাও গাড়ি থেকে চাঁদা
তোলা যাবে না। আমার ইবি থানার লক্ষীপুর, বিত্তিপাড়া বাসস্ট্যান্ডে যারা চাঁদা তুলতো তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সড়কে কোনো চাঁদাবাজি করা যাবে না। এক্ষুনি ব্যবস্থা গ্রহন করা হবে।
চৌড়হাস পুলিশ ফাঁড়ির আইসি জুলহাস উদ্দিন বলেন, সরকারি বিধি- নিষেধ অমান্য করে অবৈধভাবে কেউ চাঁদা তুললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।