চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার
উদ্যোগে বুধবার বাদ আছর প্রানী সম্পদ কার্যালয়ের হলরুমে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন মৃধা মন্টু।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক মোঃ লিয়াকত আলী লাভলু ও সহসভাপতি শওকত হোসেন।
এ ইফতার মাহফিলটির সার্বিক পরিচালনা করেন আরেক সহসভাপতি মোঃ মনিরুজ্জামান মাষ্টার। এ ইফতার মাহফিলে অন্যান্যর মধ্যে স্থানীয় গণ্যমান্য, সমাজ সেবক , ব্যবসায়ী ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা থেকে উপকারভোগী নিপীড়িতরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে কোরানখানি,
মিলাদ, দরূদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মনিরুজ্জামান।