মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৭/৯/২২ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ২২ নং ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উড়তেই থাকে জাতীয় পতাকা। কোন ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই খেয়াল খুশিমতো প্রতিনিয়ত জাতীয় পতাকার অবমাননা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ভোরে জাতীয় পতাকা স্কুলটির সামনে উড়তে দেখা যাচ্ছে। এ সময় স্কুলে নেই কোন শিক্ষক কর্মচারী। এমনকি কোন শিক্ষার্থী পর্যন্ত। সকাল আটটার সময় পাওয়া যায় স্কুলের দপ্তরীকে তিনি জানায়, আমি স্কুল ঝাড়ু দিয়ে প্রায়ই ভোরে পতাকা উত্তোলন করে থাকি। জাতীয় পতাকার অবমাননা হচ্ছে কিনা জানতে চাওয়াতে দপ্তরি জানায়, বিষয়টি প্রধান শিক্ষিকা মনিরা আপা জানেন। তিনি আমাকে এভাবে পতাকা তুলতে বলেছেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা মনিরা আক্তারের সাথে যোগাযোগ করলে তার কোন সাক্ষাৎকার পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, তদন্ত করে আমি ব্যবস্থা গ্রহণের করব।