ফরিদপুরে অসহায়,ভূমিহীন এবং সংখ্যালঘুদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
267 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে অসহায়,ভূমিহীন এবং সংখ্যালঘুদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ।
ভূমিদস্যু সন্ত্রাসী মাসুদ দর্জি, শেখ লোকমান, কামাল ওরফে কাইয়ুম গং অসহায়, ভূমিহীন এবং সংখ্যালঘুদের অবৈধভাবে ভূমি দখলের অপচেষ্টার প্রতিবাদে ২ নং হাবেলি গোপালপুর বাসির উদ্যোগে রবিবার বেলা সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অন্তরা রানী দাস, আয়নাল শেখ, পপি বেগম, মোসলেম শেখ, কবি নুরুল ইসলাম প্রমূখ। তারা ক্ষোভের সাথে জানান প্রায় ৭০ বছর যাবত তারা উক্ত স্থানে বসবাস করে আসছে।
কিন্তু বর্তমানে লোকমানের নেতৃত্বে একটা কুচক্রী মহল জাল দলিলের মাধ্যমে তাদের উচ্ছেদ করতে ব্যস্ত হয়ে পড়েছে। এজন্য তারা আজ রাস্তায় নেমে মানববন্ধন করেছে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।