• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ছুটি বাড়তে পারে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরেক দফা বাড়তে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তারা বলছেন, ছুটি বাড়বে কি না এখনই বলা সম্ভব নয়, তবে দেশে করোনা পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতে স্কুল খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি।

করোনার কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন দেশ রূপান্তরকে বলেন, করোনা পরিস্থিতি এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে স্কুল খুলে দেওয়ার মতো পরিবেশ হয়নি। তবে ছুটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাতে এখনো সময় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, স্কুল বন্ধ বা খোলার বিষয়ে প্রাথমিক একটি বৈঠক দু-একদিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক কিছু ভাবতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয় থেকে একটি সারমর্ম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এর পরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন। প্রধানমন্ত্রী যেভাবে দিক-নির্দেশনা দেবেন সেভাবেই মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।