• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
সুনামগঞ্জ সদরের ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের সভা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের উপস্থিতি এক সভা ও পিপিই প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা ও পিপিই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ,কুরবান নগর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বরকত,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ মকসুদ আলী,সুরমা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছত্তার,মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক,রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,গৌরারং ইউপি চেয়ারম্যান মোঃ ফুল মিয়া,কাঠইর ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম,মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক প্রমুখ। এছাড়াও প্রতিটি ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেছেন এই করোনা ভাইরাস নামক মহামারীর কারণে বিপর্যস্থ হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের কেটে খাওয়া দিনমুজুর,শ্রমিকসহ মধ্যবিত্ত আয়ের মানুষজন। মধ্যবিত্ত পরিবারের মানুষজন মুখ খুলে তাদের অভাব অনটনের কথা কাউকে বলতে পারছেন না। তাই তারা খুব কষ্টে আছেন বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ সমস্ত মধ্যবিত্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন করে এবং তাদের পারিপার্শ্বিক অবস্থা জেনে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদানের আহবানে আমরা জেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তাদের তালিকা প্রণয়ন করেই ঐ সমস্ত মধ্যবিত্তদের সাহার্য্য করার জন্য এবং স্থানীয় ইউপি সদস্যরা তাদের মাঝে সুসমবন্টন করার আহবান জানান। তিনি আরো বলেন যারা বিধবা ভাতা,বয়স্কভাতা ও প্রতিবন্ধী ভাতা নিচ্ছেন তাদের মধ্যে এই মূর্হুূতে খাদ্য সহায়তা না করে মধ্যবিত্তদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদানের আহবান জানান।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন নিজেদের সুরক্ষার মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই মহামারী করোনা ভাইরাসের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তৃণমূলের জনসাধারনের পাশে প্রতিনিয়ত যাওয়া আসার কারণে তাদের ঝুকিটা একটু বেশী থাকে তাই তাদের সুরক্ষায় সুনামগঞ্জ উপজেলা পরিষদের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সুরক্ষা সামগ্রী হিসেবে পিপিই,মাস্ক,হেন্ডক্লোজ বিতরণ করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশনা মেনে সকল জনপ্রতিনিধিকে স্বচ্ছতা ও জবাবদিহতার সাথে এই করোনা ভাইরাস মোকাবেলা সহ প্রকৃত অসহায় ও মধ্যবিত্ত যারা আছেন তাদের হাত খাদ্যসামগ্রী পৌছে দিতে চেয়ারম্যানদের প্রতি তিনি এ আহবান জানান।
পরে ১৮ জন ইউপি চেয়ারম্যান ও সচিবদের মধ্যে সুরক্ষা সামগ্রী পিপিই প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।