সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে বসত ঘরসহ ৪টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পূর্ব গোলাখালী গ্রামে মো.জালাল মৃধা এক বাড়িতে একাই বসবাস করত। সোমবার রাত সাড়ে নয়টার দিকে জালাল ও স্ত্রী চা খাওয়ার জন্য পাশের দোকানে গেলে প্রতিবেশীরা বসতঘরে আগুন দেখতে পায়।
এসময় বসত ঘর ও ঘরের বারান্দায় বাধাঁ ২টি গরু ও ২ ছাগল আগুনে পুড়ে মারা যায়। আগুন লাগার কারণ জানা যায়নি।গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো.মনির হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।