মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
গোলাপ দি মাতব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ক্লাব। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গোলাপ দি মাতব্বর ডাংগি একাদশ।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিপক্ষ গোলাপ দি মাতব্বর ডাংগি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স ক্লাব। ফাইনাল খেলায়
নির্ধারিত ৬ ওভারে খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ক্লাব ৬০ রান সংগ্রহ করে। জবাবে গোলাপ দি মাতব্বর ডাংগি ৩৭ রান সংগ্রহ করে।
এর আগে প্রথম সেমিফাইনালে গোলাপ দি মাতব্বর ডাংগি দল মুন্সি ডাংগি কে ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠে। অপর সেমিফাইনালে ব্রাদার্স ক্লাব ২৩ রানে টেপাখোলা টাইগার কে পরাজিত করে ফাইনালে উঠে।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিগ্রিরচর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক মৃধা, মন্টু মেম্বার, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এম এইচ স্বপন মৃধা।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ট্রফি প্রাইস মানি এবং রানার আপ দল ট্রফি ও প্রাইজমানি গ্রহণ করেন ।