রাজশাহী বাসীর জন্য দুসংবাদ।
কেবল এক মৃত্যুতেই বেরিয়ে এলো রাজশাহীতে করোনা প্রস্তুতির গলদ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর পর বেরিয়ে এসেছে নানা অসঙ্গতি। করোনা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে অন্তত ২১টি ভেন্টিলেটরসহ দুটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। অথচ আক্রান্ত রোগীর জন্য একটিও ব্যবহার করা হয়নি।করোনা আক্রান্ত—শুনেই চিকিৎসকরা দূরে সরে গেছেন। কেউ কেউ হাসপাতাল থেকে সঠকে পরেছেন। রোগীকে আরগ্যলাভের কোন চেষ্টাই হয়নি।
আমাদের রাজশাহীবাসীর কাছে এক ভয়াবহ চিত্র।
ডেইলি স্টার থেকে সংগৃহীত।