ফরিদপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মৃধার ইন্তেকাল
ফরিদপুর জেলা প্রশাসনের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
ফরিদপুর জেলা সদরের গুহলক্ষীপুর এলাকার মোল্লাপাড়া নিবাসী বীরমুক্তিযোদ্ধা ইউনুস মৃধা বুধবার রাত সাড়ে নয়টায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজন তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয় মসজিদে জানাযা শেষে আলীপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।