• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
মানিকগঞ্জে বাবা-ছেলেসহ নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

সুমন ভূইয়া সাভারঃ

মানিকগঞ্জে বাবা-ছেলেসহ এক নারী চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
সোমবার দুপুরে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান জানান, আক্রান্ত বাবা-ছেলে মানিকগঞ্জ পৌরসভার বাজার টিনপট্টি এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে ওই বাড়ির পুত্রবধু করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওই বাড়ির ১৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ সোমবার দুইজনের করোনা ভাইরাস ধরা পরে।
এদিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সেকেন্দার আলী মোল্লা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা ঢাকায় পাঠানো হলে তার রিপোর্ট পজিটিভি আসে। আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি ঢাকার সাভারে। তিনি গত ২৫ এপ্রিল শেষ অফিস করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।