• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
পদ্মা সেতুতে উল্টে গেল সালথার পিয়াজ ভর্তি ট্রাক

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

এবার পদ্মা সেতুতে উল্টে গেলো একটি পণ্যবাহী ট্রাক। এতে ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সেতুর কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানাযায় পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে ২৭ জুন সোমবার বিকেল পাঁচটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এ দূর্ঘটনা ঘটে।

ঘটনা সুত্রে জানাযায় পেয়াজ ব্যাবসায়ী সালথা উপজেলার বাঊশখালী গ্রামের বাকা খানের ছেলে কিরামত খান ও সোনাতুন্দী গ্রামের আলী মাতুব্বরের ছেলে সাহিদ মাতুব্বর। রবিবার ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাঊশখালী হাঁট থেকে পেয়াজ ক্রয় করে ঢাকায় শ্যামবাজার যাওয়ার পথে পদ্মা সেতুতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর জানান, ফরিদপুর সালথা থেকে ছেড়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সেতুর কোনো ক্ষতি হয়নি।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহিদ বলেন, ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ফরিদপুর সালথা থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়।

২৮ জুন ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।