• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
সামাজিক দূরত্ব মেনে প্রিয় দলের খেলা দেখতে ২১টি ক্রেন ভাড়া

করোনা প্রতিরোধে অন্যতম কার্যকরি উপায় হল সামাজিক দূরত্ব। পৃথিবীর সব দেশেই এখন সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তাহলে পছন্দের খেলা দেখাও তো ছাড়া যায় না। সেই খেলায় যদি আবার অংশ নেয় প্রিয় দল।

পোল্যান্ডবাসীও নিজেকে আর আটকে রাখেনি। তাই বলে সামাজিক দূরত্বও ভাঙেনি। মাঠের বাইরে থেকেই দূরত্ব বজায় রেখে খেলা দেখার জন্য ভাড়া করে নেয় ২১টি ক্রেন।

পোলিস ফুটবল লিগের থেকেও পোল্যান্ডে বেশি জনপ্রিয় স্পিডওয়ে রেসিং।

স্পিডওয়ে একস্ট্রালিগ সে দেশের সবথেকে জনপ্রিয় খেলা। বাইকের রেস হয় সেখানে।
ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন আর জিকেএম গ্রুদজিয়াজ মুখোমুখি হয়েছিল। এ রকম টানটান রেসিং কোনও মতেই ছাড়া যায় না। এদিকে, সংক্রমণ ঠেকানোর জন্য মাঠে নির্দিষ্ট সংখ্যক দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন ভক্তরা দমতে নারাজ। খেলা দেখেই ছাড়বেন। তাই ২১টি ক্রেন ভাড়া করে ফেলেন। সেই ক্রেন দাঁড় করানো হয় মাঠের বাইরে। সেখানে চেপেই খেলা দেখেন ভক্তরা। ভক্তদের মান রেখেছে দলও। খেলায় জয়ী হয়েছে ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন। ৫৮-৩২ সেটে জিতেছে তারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।