মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১৪৫ ও ৫৭ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের ফরিদপুর জেলা ও উপজেলায় কর্মরত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্বখাতে স্থায়ীকরণের দাবিতে বুধবার সকালে ফরিদপুর জেলা-উপজেলা করোনা নমুনা সংগ্রহ স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজি গণের উদ্যোগে এক মানববন্ধন ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিদারুল ইসলাম মাসুদ, জসীমউদ্দীন, আক্তার হোসেন, ইফতেখারুল মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান করোনা নমুনা সংগ্রহ কাজে যারা নিয়োজিত আছেন, তারা তাদের স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান। তারা বলেন প্রধানমন্ত্রী তাদের চাকরি স্থায়ী করনের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হচ্ছে না। তারা চাকরির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।