• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ভাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহে ত্রান বিতরন

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায়দের মাঝে পুষ্টিকর খাবার ও স্যানেটারি সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভবন চত্বরে করোনার কারনে অসহায়দের মাঝে এসব সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে চাউল, আলু, সয়াবিন তৈল, চিনি, পেয়াজ, সাবান ত্রান হিসাবে ৬০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। তিনি এসময় বলেন, করোনার কারনে আজ সবাই দুর্বিসহ জীবন যাপন করিতেছে। অনেক পরিবারের সঠিকমত পুষ্টিকর খাবার পাচ্ছেনা। এসময় তিনি আরো বলেন, সমাজের বিত্তবানেরা এগিয়ে এসে অসহায়দের পাঁশে দাড়ানোর অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান। অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মহসিন বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের দিনে অসহায়দের হাতে কিছুটা হলেও পুষ্টিকর খবার ও স্যানেটাইজার সামগ্রী বিতরন করতে পেরেছি। এর ধারাবাহিকতায় যেন সমাজের প্রতিটি বিত্তবান ব্যাক্তি ও প্রতিষ্ঠান অব্যহত রাখে সেদিকে খেয়াল রাখা। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গনেষ চন্দ্র, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মাওলা প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।