• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে কোরিয়ান নাগরিকের বাসা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
কোরিয়ান নাগরিক লি সুন ওক এর বাসায় চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেফতার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা  পুলিশ।
রবিবার  বেলা ১১ টায় ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত ১৯ নভেম্বরে পশ্চিম আলিপুরে মুক্ত কোরিয়ান নাগরিকের বাসায়  একটি চুরি সংঘটিত হয়।
এর মধ্যে ছিল ১০ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল ফোন, নগদ টাকা, ইউ এস ডলার। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয় মামলা নং ৫৫।
এর সূত্র ধরে তথ্যপ্রযুক্তি আইনের মাধ্যমে গত শনিবার  আসামিদের গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। এতে মূল আসামি আসলাম শেখ (২৪) গ্রেপ্তার হয়। এসময় তারপর দুই সহযোগী বিকাশ দত্ত (২৮) পিতা সুকুমার দত্ত,  ও চয়ণ বিশ্বাস (৩৮)  কে গ্রেফতার করা হয়। আসামি দেওয়া তথ্য মোতাবেক চুরি যাওয়া সাত ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, সিসি টিভি রিসিভার উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা গোয়েন্দা কর্মকর্তা সুনীল কর্মকার সহ ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।