নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আওতাধীন ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) এর উদ্যোগে (২৭ নভেম্বর) রবিবার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামে বারি উদ্ভাবিত শীতকালীন সব্জির আধুনিক জাতের উৎপাদন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ হয়।
ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (বারি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর গবেষণা পরিচালক ড. মো. তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান, মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো.মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সগবি, বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এফ.এম. রুহুল কুদ্দুস।
প্রশিক্ষণ অনুষ্ঠানে মোট ৩০ জন কৃষক ও কিষাণী অংশগ্রহন করেন। প্রথমে অতিথিরা কৃষকদের সাথে সীম, বেগুন এর বিভিন্ন জাতের মাঠ পরিদর্শণ করেন এবং উপস্থিত সবাই বারি উদ্ভাবিত শীতকালীন সব্জির বিভিন্ন জাতকে গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেন।
মাঠ পরিদর্শণ শেষে কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রধান অতিথি আগত কৃষকদের বারি উদ্ভাবিত আধুনিক জাত দ্বারা সব্জি আবাদের অনুরোধ ব্যক্ত করেন। কারিগরী পর্বে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে তাত্ত্বিক উপস্থাপনা দেখানো হয়। বারি উদ্ভাবিত শীতকালীন সব্জির আধুনিক জাতের উৎপাদন প্রযুক্তি যেমন উচ্চফলনশীল জাত সংযোজন (বারি সীম-৬, ৮, আগাম শীতকালীন বারি হাইব্রিড টমেটো-৮, ১১), কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা যেমন বীজতলা তৈরী, চারা তৈরী, পলিটানেল, মালচিং, সার, সেচ ও আন্তঃপরিচর্যা, পোকামাকড় ও রোগ-বালাই সনাক্তকরন ও তাদের জৈব বালাই ব্যবস্থাপনা এবং ফসল সংগ্রহ প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বক্তা আলোচনা করেন।
বক্তব্য প্রদান শেষে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।