রুদ্র অয়ন এর কবিতা – মানুষ অমানুষ
রুদ্র অয়ন এর কবিতা
মানুষ অমানুষ
মুসলিম বলে করো বড়াই
ধর্মের বিধান মানো কি?
অন্য ধর্মের মানুষ হলেও
তাদের সম্মান করো কি?
মানুষের কাছে মানুষ বড়
শয়তানের কাছে স্বার্থ,
অমানুষ যদি হও স্বভাবে
তবে মানব জনম ব্যর্থ।
কর্মে হও সৎ নিষ্ঠাবান
ধর্মের বড়াই করোনা,
সবার আগে মানুষ হও
অমানুষ হয়ে মরোনা।
অহংকার – দম্ভ কেনো হে
দু’দিনের দুনিয়ায় এসে,
ছেড়ে যেতে হবে একদিন
যেতে হবে যে অচিন দেশে।
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ ।।