মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবে ভুক্তভোগী এক পরিবারের সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আব্দুস সত্তার মল্লিক।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ভাই খলিল মাস্টার দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যদের উপর একাধিক মামলা ও নির্যাতন করে আসছেন। ভুক্তভোগী পরিবারের ব্যানারে পরিবারের সদস্যরা অভিযোগ করেন আমাদের পিতা মাতা মারা যাবার পর যাবতীয় দলিলপত্রাদি বড় ভাই খলিলুর রহমান মাস্টার আটক রেখেছেন। এমনকি আমাদের কোনো ভাই-বোনকে ন্যায্য হিস্যা প্রদান করেননি। তিনি এককভাবে ভোগ দখল করেন।
তিনি বীর মুক্তিযোদ্ধা এ কারণে আমাদের প্রাপ্য বসতবাড়ি দোকান ঘর সহ অন্যান্য সম্পত্তি বঞ্চিত করে ছেন এবং মারপিটসহ হুমকি-ধামকি প্রদান করেছেন।
তার কারণে আমাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে ।
এছাড়া তিনি বিভিন্ন সময় মামলা-মোকদ্দমা করেছেন যা বর্তমানে চলমান আছে।
এমতাবস্থায় স্থানীয় ভাবে কয়েকবার সাবেক ও বর্তমান ইউনিয়ন প্রতিনিধিরা মমিন খার হাট মুক্তিযুদ্ধা সংসদ এমনকি শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক বিচার করা হলে তিনি প্রথমে তা মেনে নেন এবং পরবর্তীতে অস্বীকার করেন। ভুক্তভোগী পরিবার এর অবসানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সাহায্য কামনা করেন।
এ সময় ভুক্তভোগীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন
মমতাজ বেগম, হাফিজা বেগম, পরী বেগম, আব্দুল জলিল মল্লিক, আলমগীর মল্লিক, জোবাইদা সাত্তার।