“সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে”এই শ্লোগান কে সামনে রেখে আজ সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা জামান। আলোচনায় আরও বক্তব্য রাখেন প্রফেসর মোঃ শাহজাহান, সনাক ও টিআইবি প্রতিনিধি এ্যাডভোকেট শিপ্রা গোষামী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, উপজেলা চেয়ারম্যান রাজ্জাক মাস্টার, এবং রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভাটির সার্বিক আয়োজনে জেলা প্রশাসক এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সনাক ও টি আই বি।