• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর

ঢাকা, বুধবার ,২৮ জুলাই, ২০২১ খ্রি.:

খাদ্য অধিদপ্তর ঢাকা মহানগরে গত ২৪ জুলাই থেকে ওএমএস কার্যক্রম পুনরায় শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। ঢাকায় প্রতিদিন ১০৫টি দোকানে ডিলারের মাধ্যেম ১.৫ মে. টন চাল ও ১ মে. টন আটা বিক্রি করা হচ্ছে।

এছাড়াও প্রতিদিন ২০টি ভ্রাম্যমাণ ট্রাকের প্রতিটিতে ৩ মে. টন চাল ও ১ মে. টন প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে। প্রতিটি ১ কেজি আটার প্যাকেটের মূল্য ২৩ টাকা। উল্লেখ্য, বাজারে ১ কেজি প্যাকেট আটার মূল্য ন্যূনতম ৩৬ টাকা। প্রত্যেক ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ ৩ প্যাকেট আটা ক্রয় করতে পারবেন। এছাড়াও কঠোর লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় গত ২৫ জুলাই থেকে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় একইভাবে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

আজ রাজধানীর হাতিরপুলে চলমান ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিদর্শণ করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান। ঢাকা মহানগর এলাকার প্রতিদিনের বিক্রয়কেন্দ্রের তথ্য পাওয়া যাবে নিচের লিংকে।

http://ccdr.dhaka.gov.bd/site/page/3162f08e-6949-4253-8df9-6ec1680d2995/%E0%A6%93%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-(%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।