মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৮/৬/২৪
ফরিদপুরের ভাংগা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দী গ্রামে শুক্রবার সকালে ধান ক্ষেত থেকে বৃদ্ধ মোতালেব হাওলাদার (৭৫) এর মৃতদেহের কঙ্কাল উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ বলেন, ফসলি জমিতে স্থানীয়রা কাজ করতে এসে ধান ক্ষেতের ভিতর মানুষের কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমার জেলা সদর থেকে সিআইডি টিমকে সাথে নিয়ে কঙ্কালটি উদ্ধার করি। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে কঙ্কালের পাশে থাকা লুঙ্গি ও গামছা দেখে উদ্ধার হওয়া কঙ্কালের ছেলে মিজানুর হাওলাদার তার বাবাকে শনাক্ত করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল ইসলাম জানান, গত ১ মাস আগে বৃদ্ধ মোতালেব হাওলাদার পার্শ্ববর্তী শিবচর এক আত্মীয়র বাসায় গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়ি ফেরে নাই। এঘটনার দুদিন পর নিখোঁজের ছেলে ভাঙ্গা থানায় একটা সাধারণ ডায়রি করেন। আজ শুক্রবার সকালে লাশের সংবাদ পাই। আমরা কঙ্কালসার ঐ বৃদ্ধার মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করি। পরবর্তীতে তার ছেলে লাশটি শনাক্ত করে।
এঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।