• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
সালথা’য় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:,২৮ জুলাই ২০২১,মঙ্গলবার 

ফরিদপুরের সালথা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম,
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামন ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা, বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিসহ এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভুমিকা পালন করার কথা বলেন বক্তারা।

সভায় সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি সেলিম মোল্যা সাংবাদিক নুরুল ইসলাম নাহিদের দ্রুত মুক্তির দাবী জানান।

এসময় আইনমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উদ্ধর্তন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে সেলিম মোল্যা বলেন, যে ঘটনায় নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। ঠিক সেই সময় সাংবাদিক নাহিদ সহ চার সাংবাদিক ঐ ঘটনার সময় উপজেলা পরিষদের ভিতরে উপজেলা নির্বাহী অফিসার ও সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিলেন। তাই তাকে এই আসামি করার কোন যুক্তি নেই।

২৮ জুলাই ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।